রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৩
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদের গাড়ি (জীপ) উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতের নাম- মোফাজ্জল হোসেন (৪০)। সোমবার সকাল ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলার খাগড়াছড়ির দীঘিনালা সীমান্ত সড়কের দু’টিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে একটি চাঁদের গাড়ি তামাক নিয়ে রওনা দেয়। এসময় গাড়িটি খাগড়াছড়ির দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের পাশে উল্টে যায় তামাক বোঝাই গাড়ি। গাড়িতে চালকসহ ছিল আরও চারজন। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের সহকারী মো. মোফাজ্জল হোসেন। মারাত্মক আহত হয় চালকসহ আরও তিন জন। খবর পেয়ে দ্রুত এগিয়ে আসে পুলিশ ও স্থানীয়রা।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। মৃত মো. মোফাজ্জল হোসেনের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় এখনো মামরা হয়নি।