খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন শিলাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ সি এফ টি অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা।

গত শুক্রবার ( ২১ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি জোনের সদস্যরা অভিযান চালিয়ে এ কাঠ গুলো জব্দ করে। অবৈধ কাঠের মালিক খুঁজে না পাওয়ায় জব্দকৃত কাঠগুলো বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ বলেছেন, বনসম্পদ উজাড় রোধে অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জোন কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।