পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগের দাবীতে বান্দরবানে মানববন্ধন - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগের দাবীতে বান্দরবানে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান একজন বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (সোমবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাতে হাত ধরে ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি কাজী মো.মজিবর রহমান বলেন, গত ১৮ই মার্চ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর পদ শূন্য রয়েছে, আর নতুনভাবে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসময় তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপজাতি হওয়ায় বাঙ্গালীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপজাতি হওয়ায় পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুধু উপজাতিদের কল্যাণে বাস্তবায়িত হয়েছে আর এই কারণে পার্বত্য এলাকায় বাঙ্গালীরা বিভিন্নভাবে পিছিঁয়ে রয়েছে,তাই আর উপজাতি চেয়ারম্যান নয় এবার পার্বত্য এলাকার উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান একজন বাঙ্গালী দরকার। এসময় তিনি আগামীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর পদে একজন যোগ্য,সৎ ও অসাম্প্রদায়িক বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগের জন্য পার্বত্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মো.তারু মিয়া বলেন, সরকারি গেজেট অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর পদে বাঙ্গালীদের নিয়োগ প্রদানে কোন আইনি বাঁধা নেই, তাই পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরের কল্যাণে নিবেদনের জন্য এই মহুর্তে একজন বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগ করা সময়ের দাবি।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি কাজী মো.মজিবর রহমান, সহ-সভাপতি মো.তারু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.নুরুল আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক মো.শাহজালাল, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদসহ প্রমুখ ।