সরকারী নির্দেশনা অমান্য করায় রাঙামাটিতে ৮ পর্যটককে জরিমানা - Southeast Asia Journal

সরকারী নির্দেশনা অমান্য করায় রাঙামাটিতে ৮ পর্যটককে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি নির্দেশনা না মেনে রাঙামাটিতে আবাসিক হোটেল-মোটেলগুলো খোলা রেখে পর্যটক রাখায় দায়ে তিনটি আবাসিক হোটেলকে ১৩ হাজার টাকা ও আট পর্যটককে ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২২ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পর্যটক রাখায় তিনটি হোটেলকে ১৩ হাজার টাকা এবং হোটেলে অবস্থানরত চার পর্যটককে দুই হাজার ৪০০ টাকা, পর্যটন ঝুলন্ত সেতু এলাকায় ঘোরাফেরা করার দায়ে চার পর্যটককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মাস্ক পরিধান নিশ্চিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।