টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫২ হাজার ইয়াবা জব্দ - Southeast Asia Journal

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫২ হাজার ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের সাবরাং মেরিন ড্রাইভে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । এ সময় কোন পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে পাচারকারি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় এবং মোটরসাইকেল থেকে সাদা রংয়ের বস্তাটি নিচে পড়ে যায়। ফলে পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।