পাকিস্তানে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা চীনের - Southeast Asia Journal

পাকিস্তানে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা চীনের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভবিষ্যতে চীন পাকিস্তানে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে দেশটি দুর্নীতির কারণে পাকিস্তানে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের পলিসির পক্ষে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে পাকিস্তানকে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, আর কোনো নতুন ঘাঁটির জন্য যুক্তরাষ্ট্রকে জায়গা দেবে না পাকিস্তান।

এদিকে, চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গেই কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় তা খতিয়ে দেখছে পাকিস্তান। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি মাথায় রেখেছে পাকিস্তান। এ পর্যন্ত তারা আফগানিস্তানের পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয় তা দেখার অপেক্ষায় আছে।