ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড়, গ্রেপ্তার ২
 
                 
নিউজ ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে চড় মারার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব অঞ্চলের ভালেন্স শহরের বাইরের একটি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
করোনায় বিধিনিষেধ তোলার পর কিভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে তা নিয়ে কথা বলতে ওই এলাকায় যান–ম্যাখোঁ। ভিডিওতে দেখা যায়– ভক্ত ভেবে এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে যান ম্যাখোঁ। এসময় ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় বসিয়ে দেন এবং চিৎকার করে বলতে থাকেন- ম্যাখোঁ নিপাত যাক।
সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন প্রেসিডেন্টের দুই নিরাপত্তাকর্মী। তবে ওই ব্যক্তির পরিচয় ও কেন এ আচরণ করেছেন তা জানা যায়নি।এ ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে আখ্যা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।
