টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ ৩২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকাসহ নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৮ জুন) রাতে টেকনাফের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নুরুল আলম ওই এলাকার মৃত নজির আহাম্মেদের ছেলে।
বুধবার (৯ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, রাতে গোপন সূত্রে র্যাব জানতে পারে, দক্ষিণ ডেইল পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নুরুল আলমকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৭ ভরি স্বর্ণ, সাড়ে ৪ লাখ টাকা ও ৩২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে টেকানাফের সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্বর্ণের ব্যবসাসহ ইয়াবা ট্যাবলেন সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
কক্সবাজার র্যাব-১৫’এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর জব্দকৃত ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
