পাহাড়বাসীর চিকিৎসা সেবায় সেনাবাহিনীর মানবিকতা
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে দূর্গম পাহাড়ে বসবাসকারী সাধারণ পরিবার সমূহের চিকিৎসা সেবায় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
অত্র এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকার জনসাধারণের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সেনা সদস্যরা।

জানা যায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দূর্গমতার কারণে সেভাবে গড়ে উঠেনি চিকিৎসালয়, উপজেলা ও ইউনিয়ন সদরে কিছু কমিউনিটি ক্লিনিক থাকলেও চিকিৎসক সংকটসহ নানা কারণে তা পাহাড়বাসীর চাহিদার তুলনায় অপ্রতুল।
এছাড়া, মাঝে মাঝে সেনাবাহিনীর বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হলেও চিকিৎসা সেবায় স্থায়ী কোন সমাধান পাচ্ছিলো না দূর্গম পাহাড়ের বাসিন্দারা। বিষয়টি মাথায় রেখে তাই এবার মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকার জনসাধারণের জন্য স্থায়ী ভাবে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কার্যক্রম শুরু করে মহালছড়ি জোন।

সূত্র জানায়, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি সেনা জোনসহ রিজিয়নের অধীনস্হ সকল জোন সমূহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চলমান রাখে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (১৩ জুন) মহালছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে অত্র এলাকায় বসবাসরত সাধারণ পরিবার সমূহের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কমিউনিটি ক্লিনিক ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলাম। এসময় মহালছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানায়, উক্ত কমিউনিটি ক্লিনিক হতে প্রাথমিক চিকিৎসা সেবাসহ মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীনস্থ জোন সমূহ করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ বেশ কিছু চিকিৎসা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে। ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।
