ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক - Southeast Asia Journal

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে দুজন বাংলাদেশি আটক হয়েছেন। আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার বেন্দারচর গ্রামের নুরু খাঁ (৫০) ও তার স্ত্রী চায়না মোল্লা (৪০)।

এ নিয়ে গত দুই দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৮ জনকে আটক করলো বিজিবি।

মঙ্গলবার (২২ জুন) সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের জীবননগর বিওপির সদস্যরা মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজারে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকরা বাংলাদেশ থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিলেন।

আটকদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।