ওসি প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
 
                 
নিউজ ডেস্ক
মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কাজ শুরু হলো। এছাড়া, সাবেক ওসি প্রদীপসহ কয়েক পুলিশ সদস্যের জামিন আবেদনের শুনানিও হওয়ার কথা রয়েছে।
রোববার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজার জেলা জজ আদালতে নেয়া হয়। এর আগে এ হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় র্যাব। অভিযুক্ত ১৫ জনই গ্রেপ্তার রয়েছে।
গত বছর ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন তল্লাশি চৌকিতে পুলিশের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
হত্যার ৫দিন পর মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশের নয় সদস্যকে আসামি করে কক্সবাজার আদালতে হত্যা মামলা দায়ের করেন।
