টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ যুবক আটক
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে ১২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হ্নীলা ইউপির আলী আকবর পাড়ার মঞ্জুর আলমের ছেলে মো. মামুন (২০)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোড়া হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামতে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক।
পরে তাকে পিছু ধাওয়া করে আটক করা হয়। এসম তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ১২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ চালককে আটক করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।