ভারতে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে উঠে গেল ট্রাক, নিহত ১৮ - Southeast Asia Journal

ভারতে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে উঠে গেল ট্রাক, নিহত ১৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিক।

মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের বারাবঁকীর অযোধ্যা-লখনউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে।

জানা গেছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন হতাহত ওই শ্রমিকরা। গতি অনেক বেশি থাকায় ঘুমন্ত সেসব শ্রমিকের ওপর দিয়েই চলে যায় ট্রাকটি। এতে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন বাসে। লখনউ প্রবেশের ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। এতে কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ঘটে এ দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলছে।