যানজটে নাকাল রাজধানী
নিউজ ডেস্ক
টানা দুই দিন তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। সকাল থেকে রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, উত্তরাসহ বিভিন্ন সড়কে লম্বা লাইনে অপেক্ষা করছে প্রতিটি গাড়ি।
ভুক্তভোগীরা জানান, বাড়তি গাড়ির চাপের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে যান জট তীব্র হয়েছে। লকডাউনের দীর্ঘ সময়ে সড়ক ফাঁকা থাকলেও এখন চলছে খোঁড়াখুড়ি। এতে চলাচলে সমস্যার পাশাপাশি ধুলায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকেই। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে গাড়ির চাপ। কিন্তু বিকালে আবার বাড়ে।
ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেট, শ্যামলী, কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের কারণে দীর্ঘ সময় গাড়ি না পেয়ে অপেক্ষা করতে দেথা গেছে কয়েকশো যাত্রীদের। যানবাহনের চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশ।