নওগাঁ সীমান্তে ভারতীয় ১০ গরুসহ দুই যুবক আটক - Southeast Asia Journal

নওগাঁ সীমান্তে ভারতীয় ১০ গরুসহ দুই যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১০ ভারতীয় গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তর চৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও আজিজুল হকের স্ত্রী আসমা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সময় নাহিদ হোসেনের বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা লাল রঙের ১০ গরু উদ্ধার করা হয়। এসময় নাহিদ হোসেন ও আজিজুল হককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যান। উদ্ধার গুরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।