খাগড়াছড়িতে সেনা অভিযানে অর্ধকোটির টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সমুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা।
গত ১০ অক্টোবর রাতে এ অভিযান পরিচালনা করে লক্ষ্মীছড়ি জোন।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোন জানতে পারে, গহীন পাহাড়ি এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, গভীর রাতে পাহাড়ি ঝিরিপথে কাঠ পাচার করা হচ্ছে। এসময় তাৎক্ষনিক লক্ষ্মীছড়ি জোন থেকে একটি আভিযানিক দল গিয়ে বিপুল পরিমাণ কাঠ-বাঁশ উদ্ধার করে।
ঘটনার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১হাজার টুকরা কাঠের গুড়ি ও আনুমানিক ৫হাজার টি বাঁশ উদ্ধার করা হয়। যার আনমানিক মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত কাঠ-বাঁশ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।
একটি সূত্র জানায়, এসকল অবৈধ কাঠ ব্যবসায়ীরা পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের অর্থের মূল যোগানদাতা হিসেবে কাজ করে থাকে।
এই বিষয়ে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ বলেন, এটিই এই এলাকায় স্মরণকালে জব্দকৃত সবচেয়ে বড় বাঁশ-কাঠের চালান। ভবিষ্যতে পাহাড়ের এই ধরনের অবৈধ বনজ সম্পদ পাচার বন্ধ করতে অত্র জোন কর্তৃক অভিযান আরোও জোরদার করা হবে।
