সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ - Southeast Asia Journal

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিগত সপ্তাহে দেশজুড়ে শারদীয় দুর্গাপূজা চলাকালে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-দোকানপাট-মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ নির্দেশনার কথা জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “যারা ঘটনার সূত্রপাত করেছে, তাদের বিরুদ্ধে স্ট্যান অ্যাকশন (তাৎক্ষণিক ব্যবস্থা) নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে,”

পাশাপাশি প্রধানমন্ত্রী ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

“কেউ কোরআন অবমাননা করলে আমরা প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে শাস্তির দাবি জানাতে পারি। কিন্তু ধ্বংসাত্মক কাজ করা অগ্রহণযোগ্য, ইসলামের দৃষ্টিতে এটি অপরাধ,”

“কুমিল্লার বিষয়ে খুব দ্রুতই কিছু একটা হবে,” যোগ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত বুধবার কুমিল্লায় পূজামণ্ডপে ‘কুরআন অবমাননা’র অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত ১৪ অক্টোবর চাঁদপুরে চারজন নিহত ও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৫ অক্টোবর জুমার নামাজের পর নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মন্দিরে মোল্লাদের হামলার ঘটনায় দুইজন মারা যান, আহত হন অনেকে।

১৬ অক্টোবর ফেনীর ট্রাংক রোডে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুজন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

১৭ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘ধর্ম অবমাননা’র গুজব তুলে রংপুরের পীরগঞ্জে ২০টির বেশী হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।