হিলি সীমান্ত দিয়ে পাচারকালে স্বর্ণের বারসহ আটক ১ - Southeast Asia Journal

হিলি সীমান্ত দিয়ে পাচারকালে স্বর্ণের বারসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার পিস স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় একজনকে আটক করেছে বিজিবি। হাকিমপুরের হিলি সীমান্তের রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নজরুল ইসলাম (৪০) হাকিমপুরের রায়ভাগ গ্রামের আতাবুদ্দিনের ছেলে।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে ফোর্স নিয়ে সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে রায়ভাগ সীমান্তের কাঁচা রাস্তার দিকে আসলে বিজিবি নজরুলকে আটক করে। তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের হেডলাইটের গ্লাসের ভেতর থেকে প্রায় ২৮ লাখ টাকার ৪৬৬ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে চারটি সিমসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৩৯৮ টাকা। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।