ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ছয় অনুপ্রবেশকারীসহ আটক ১৪
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ছয় অনুপ্রবেশকারীসহ ১৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি।
শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে ছয় অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তারা সবাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। একই সময় তাদের সহযোগিতার অপরাধে আবুল কালাম নামে এক দালালকে আটক করা হয়। আটক আবুল কালাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নুর হোসেনের ছেলে।
একই দিন ভোরে ভারতীয় সীমান্তের যাদবপুর বিওপির বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার সোনাইডাংগা গ্রাম থেকে সাত নারী পুরুষকে আটক করে বিজিবি। তাদের মধ্যে চার পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা করছিল।
আটককৃতরা সবাই ঢাকা, খুলনা, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাাকর বাসিন্দা।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সকালে মামলার পর আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।