ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গা সুবর্ণচরে আটক - Southeast Asia Journal

ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গা সুবর্ণচরে আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো.নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো.ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো.জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বুধবার রাতে নৌকায় উঠলেও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মাঝিরা তাদের নোয়াখালীর সুবর্ণচরে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ভাসানচরের কোস্টগার্ড সদস্যদের মাধ্যমে তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আটকদের মধ্যে ১০ শিশুও রয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, আটক ২৫ রোহিঙ্গাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ওই ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে পাঠানে হবে।