পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্রসহ বিজেপি নেতা গ্রেফতার - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্রসহ বিজেপি নেতা গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম জেলার লালগড়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছেন এক বিজেপি নেতা। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর রোববার আদালতে তোলা হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের আগয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী লক্ষণ টুডু এবং তার প্রতিবেশী সাগর মূর্মূ বাড়িতে গল্প করছিলেন। সে সময় ওই এলাকার বিজেপি নেতা দুর্গাপদ মুদি কয়েকজনকে সঙ্গে নিয়ে সাগর মূর্মূর বাড়িতে আক্রমণ করেন। তবে স্থানীয়রা তাদের আটকে রাখে। লালগড় থানার পুলিশ গিয়ে দুর্গাপদ মুদিকে অস্ত্রসহ গ্রেফতার করে।

রোববার ঝাড়গ্রাম আদালতে দুর্গাপদ মুদিকে তোলা হয়। লালগড় থানার পুলিশ তদন্তের জন্য দুর্গাপদ মুদিকে দশদিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়।