বান্দরবানে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে যুবককে অপহরণের অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রাজবিলার রমতিয়া পাড়া এলাকায় কিরণময় তংচঙ্গ্যা (২৮) নামে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে।
গত শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার সময় এই ঘটনা ঘটে বলে জানা যায়। কিরণময় তংচঙ্গ্যা সদর উপজেলার রাজবিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয়রা জানায়, ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ১০টায় বাড়িতে এসে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র ধরে কিরণময়কে তুলে নিয়ে যায়,তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিরনময়ের কোন খোঁজ পাওয়া যায়নি।
বান্দরবানের রাজবিলাা ইউপি চেয়ারম্যান ক্যা অং প্রু মারমা জানান,রাতে কিরণময়কে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা, তবে তারা কিরনময়কে কোথায় নিয়ে গেছে জানা যায়নি।
এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অপহরণের খবর শুনেছি তবে এ বিষয়ে কেউ এখনো থানায় কোনও অভিযোগ করেনি।