রাঙ্গামাটিতে আঞ্চলিক সশস্ত্র দুগ্রুপের গোলাগুলিতে নিহত ২
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে দুজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছে।
নিহতরা হলেন- জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)।
এ ছাড়া মনির হোসেন (২৫) নামে আরও একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত মনিরকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর থেকে বাঘাইছড়ি সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্দুকযুদ্ধের পর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে। দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে।