রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলায় তল্লাশী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি অস্ত্রসহ লক্ষীধন চাকমা (৩৫) নামে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ দলের এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গত সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঘাগড়া চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। আটককৃত লক্ষীধন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে।

সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটর সাইকেলে তল্লাশি চালায় সেনাবাহিনী। এসময় একটি দেশীয় তৈরী অস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়।

সূত্র মতে, আটক লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট ডেমোক্রেটিকস ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) এর চাঁদা কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জের হাজতেক প্রেরণ করা হয়েছে।