অবৈধ অনুপ্রবেশকালে ফুলবাড়ী সীমান্তে ভারতীয় যুবক আটক - Southeast Asia Journal

অবৈধ অনুপ্রবেশকালে ফুলবাড়ী সীমান্তে ভারতীয় যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে আনারুল শেখ (২২) নামের এক ভারতীয় যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেষা গংগাহাট আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে।

আনারুল শেখ ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও সীমান্তবাসীরা জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান। পরে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজন মিলে ওই ভারতীয় যুবককে আটক করতে সক্ষম হন।

এ প্রসঙ্গ ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, রাতে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে বিজিবি বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা করে। পরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।