খাগড়াছড়ি ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ভোগান্তিতে সেবাগ্রহীতা - Southeast Asia Journal

খাগড়াছড়ি ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ভোগান্তিতে সেবাগ্রহীতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ভূমি অফিসের অসাধু কর্মচারীদের যোগসাজশে গড়ে উঠা দালাল চক্রের দৌরাত্ম্যে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। অফিস কর্মচারীদের নিয়ন্ত্রিত এ চক্রের দৌরাত্ম্য উপজেলা ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত। তাদের ঢিঙ্গিয়ে সরাসরি কাজ করতে গিয়ে বছরের পর বছর ঝুলে আছে অনেক ফাইলের কাজ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, খাগড়াছড়ি সদরে ভূমি সংক্রান্ত ফাইলের কাজ করে দশ থেকে পনেরটি সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের মাধ্যমে জমির ক্রয় বিক্রয়ের বায়না, নাম জারি মামলা ও রেজিস্ট্রেশন কার্যক্রম করা হয়। অফিস কর্মচারীদের হয়রানি ও দুর্ব্যবহার থেকে রেহাই পেতে অনেকটা জিম্মি হয়ে এ সিন্ডিকেটের দ্বারস্থ হতে হচ্ছে জনসাধারণকে এ সুযোগ কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটগুলো।

খাগড়াছড়ি সদরের ভূমি অফিসের সেবাগ্রহীতার কয়েকজন নাম না প্রকাশের অনুরোধে জানান, খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসে সক্রিয় দালাল চক্র অফিসের বিভিন্ন ফাইল থেকে তথ্য নিয়ে তা দিয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করছে। সরাসরি সেবা নিতে গিয়ে অফিস কর্মচারীরা যেসব অজুহাত দেয় তা দালালদের মাধ্যমে গেলে সহজে হয়ে যায়। এমন বিস্তর অভিযোগ এসব দালালদের বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে রাতারাতি ফাইল গ্রহণ থেকে বাদ দেয়ার ক্ষমতাও রাখে এরা।

এ সব অভিযোগের বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যোগদানের আগে অফিসে কী হতো না হতো সেটি বলতে পারব না। আমার জানা মতে ভূমি অফিস কেন্দ্রিক কোন দালাল চক্র নেই। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। নির্দিষ্ট সময়ের বাইরে অফিসের কর্মচারীরা দালাল চক্রের সাথে মিলে কাজ করার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় জনগণকে সেবা দিতে নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করতে হয়। এতে কে সেবা প্রার্থী বা কে দালাল সেটি তো আর চিহ্নিত করা সম্ভব না।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে প্রস্তাবিত রামগড় স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলা ভূমি অফিসের সহকারী বীরু লাল চাকমাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলায় এমন অসংখ্য ভূমি সংক্রান্ত অনিয়ম রয়েছে, যেগুলো নির্দিষ্ট অভিযোগ কিংবা ভৌগলিক কারণে সুরাহা হচ্ছে না। ভূমি সংক্রান্ত দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।