খাগড়াছড়িতে র‌্যাবের অভিযানে বিদেশী অস্ত্রসহ আটক ২ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে র‌্যাবের অভিযানে বিদেশী অস্ত্রসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলারসাবেকমহকুমা শহর রামগড় উপজেলার ৪ নং পৌর ওয়ার্ডের সিনেমাহল এলাকায় অভিযান চালিয়ে ফার্নিচারের দোকান থেকে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা।

গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আব্দুর রহিম মিলন (২৭) ও আমানুল হক সোহেল। মিলন রামগড় পৌরসভার নদীরকূলের আবু তাহেরের ছেলে ও সোহলে মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে।

এরপর এ ঘটনায় বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেছেন র‍্যাব ৭ এর নায়েব সুবেদার নুরুল ইসলাম।

Ramgarh 24.2.22

মামলার এজহার সূত্রে জানা যায়, খাগড়াছড়ির রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুজন অবস্থান করছে-এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং আমানুল হক সোহেলে কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এছাড়া, প্রত্যক্ষদর্শীরা জানায়, র‌্যাবের সাদাপোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতাসেজে ঐ ফার্নিচারের দোকানে বসে মিলন, সোহেল নামে দুই যুবকের কাছ থেকে অস্ত্র কিনতে দরদাম করে। এসময় সাদাপোশাকধারী আরও কয়েকজন র‌্যাব সদস্য দোকানে এসে পৌঁছেন। এক পর্যায়ে ছদ্মবেশী র‌্যাবের সদস্যরা মিলন ও সোহেলকে একটি দেশী পিস্তল, দুই রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে।

পরবর্তীতে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা দায়ের করেছেন।