রুমায় বিচার নিয়ে বিরোধের জেরে হেডম্যানসহ একই পরিবারের ৫ জন নিহত - Southeast Asia Journal

রুমায় বিচার নিয়ে বিরোধের জেরে হেডম্যানসহ একই পরিবারের ৫ জন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়‌নের আবু পাড়ায় বিচার কেন্দ্র করে সংঘর্ষে পাড়াপ্রধান ও তার পরিবার ছে‌লে‌সহ পাঁচজনকে কু‌পি‌য়ে হত্যা করেছে পাড়াবাসীরা। এঘটনায় পাড়া প্রধানের এক ছেলে আহত হয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪) সকা‌লে রুমার গ‌্যা‌লেংগার আবু পাড়ার ৭নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন, আবু পাড়ার কারবারী ল‌্য‌াংরুই ম্রো (৬০) ও তার বড় ছে‌লে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।

জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সাথে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ-কবজ নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতন্ডার একপর্যায়ে মারপিট বেধে গেলে কারবারীসহ একই পরিবারের ৫ জন নিহত হয়।

এসময় ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা যায়। এঘটনায় তার এক ছেলে গুরুতর আহত হয়ে পালিয়ে গেছে। এদিকে দুপুরে খবর পে‌য়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে পুলিশ।

এবিষয়ে বান্দরবান রুমার গ‌্যা‌লেংগা ইউ‌পি চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছেলেকে কু‌পিয়েছে। এতে পাড়া প্রধান ও তার বড় ছে‌লেসহ পাঁচজন মারা গেছে ও এক ছে‌লেসহ দুইজন আহত হয়েছে বলে জানতে পে‌রে‌ছি। ওখানে মোবাইল নেট না থাকায় বিস্তা‌রিত জানতে পা‌রি‌নি,আমি ঘটনাস্থলে যা‌চ্ছি।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, রুমার দূর্গম গালঙ্গ্যা ইউনিয়নে আবুই পাড়ায় পাড়াকারবারীসহ একই পরিবারের পাঁচ জন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে, পুলিশ টিম আসার পর বিস্তারিত জানা যাবে।