বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (সন্তু)'র সাবেক সদস্য নিহত - Southeast Asia Journal

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (সন্তু)’র সাবেক সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে মংসিংশৈ মারমা নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। যিনি গত দেড় বছর আগে জেএসএস ছেড়ে সাধারন জীবন-যাপন শুরু করেছিলেন।

২৬ ফেব্রুয়ারি (শনিবার) সকালে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মংসিংশৈ মারমা একই এলাকার মৃত নিসামং মারমার ছেলে।

সূত্র জানায়, নিহত মংসিংশৈ একসময় জেএসএস (সন্তু) দলের সদস্য সক্রিয় ছিলেন। গত দেড় বছর আগে দল থেকে পলায়ন করে তিনি নিজ বাড়িতে এসে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। পুনরায় দলে যোগদান করার জন্য সম্প্রতি জেএসএস থেকে চাপ প্রয়াগ করে আসছিলো। কিন্তু তিনি পুনরায় জেএসএসে যোগ না দেয়ায় এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, নিহত মংসিংশৈ সকালে নিজ বা‌ড়ির পা‌শে গোসল করতে যায়। এসময় পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা তা‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি ক‌রে, এ‌তে সে ঘটনাস্থ‌লেই মারা যায়। এছাড়া ঘটনার পরপরই সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।

কে বা কারা এবং কি কার‌ণে এ হত‌্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে তা জানা না গেলেও এ ঘটনায় জেএসএসকে দায়ী কর‌ছেন স্থানীয়রা।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবদুল মান্নান জানান, ক‌তিপয় দুর্বৃত্তরা একজন‌কে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে। ত‌বে হত‌্যার কারন এখ‌নো জানা যায়‌নি।