বান্দরবানে জুম ঘরে মিললো নারীর গলাকাটা মরদেহ - Southeast Asia Journal

বান্দরবানে জুম ঘরে মিললো নারীর গলাকাটা মরদেহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে চুই রং মা মারমা (৪০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একাটি জুম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার থুইসাপ্রু মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং মা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত ৯টার দিকে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।