খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে সেনাবিাহিনীর সদস্যরা।

গত ৫ মার্চ (শনিবার) ভোরে উপজেলার তারাবুনিয়া এবং সুদীপ্ত এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমা (৪৪) ও সুসময় চাকমা(৫২)কে আটকজ করা হয়। আটককৃত প্রদীপ চাকমা (৪৪) জেলার মহালছড়ি উপজেলার মৃত কিরন মোহন চাকমার ছেলে ও সুসময় চাকমা(৫২) পানছড়ি উপজেলার তারাবনছড়ার হরেন্দ্র চাকমার ছেলে বলে জানা গেছে।

এসময় আটককৃতদের তল্লাশি চালিয়ে ১টি ৭.৬২মি.মি পিস্তল, ১টি এলজি, ৪ রাউন্ড এ্যামোনিশন, ১ রাউন্ড কার্তুজ, ৭টি মোবাইল ফোন, ১৬টি চাঁদা আদায়ের রশিদ বই ও টোল কালেকশন খতিয়ান উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অসহায় লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতা সৃষ্টির লক্ষে একদল লোক কাজ করছে। তারই সূত্র ধরে সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।