বান্দরবানে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত
 
                 
নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে জ্বলন্ত চাকমা (৪০) নামের পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সক্রিয় সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে জেলা সদরের টঙ্কাবতীর ৭নং ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক সাড়ে ৫টার দিকে জ্বলন্ত চাকমা মোটরসাইকেল যোগে পূর্ণবাসন চাকমা পাড়া থেকে বান্দরবানে আসার পথে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম জানা যায়নি।
এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা গিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
