খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তি পরিবহনে আগুন লাগার ঘটনা শুনামাত্র ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা-ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনি।

দীঘিনালা ইউপির চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তি পরিবহন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, শান্তি পরিবহন বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব ১৪ ১০৪১ গাড়িটিতে দূবৃত্তরা আগুন দেয়। এতে কোন যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে।