ভারতে ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানি তেলের দাম! - Southeast Asia Journal

ভারতে ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানি তেলের দাম!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ১০ দিনে ৯ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবারও দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা বাড়ানো হয়েছে।

সবমিলিয়ে গেল ১০ দিনে ভারতে তেলের দাম বেড়েছে ৬.৪০ রুপি। এখন দেশটির রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম পড়ছে ১০১.৮১ রুপি। আর প্রতি লিটার ডিজেলের জন্য ভোক্তাদের গুণতে হচ্ছে ৯৩.০৭ রুপি।

আর মুম্বাইতে পেট্রোলের দাম ৮৪ পয়সা বাড়ানো হয়েছে। এখন ভারতের বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১১৬.৭২ রুপিতে। আর ডিজেলের দাম লিটার প্রতি ১০০.৯৪ রুপি।

এদিন কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা বেড়েছে। মোট দাম দাঁড়িয়েছে লিটার প্রতি যথাক্রমে ১১১.৩৫ এবং ৯৬.২২ রুপি।

২১ মার্চ মধ্যরাত থেকেই হঠাৎ ভারতে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। ২০২১ সালের শেষের দিকে জ্বালানি তেলের আকাশছোঁয়া দামে ভারতীয়দের হাসফাঁস করার দশা হয়েছিল।