খাগড়াছড়ির রামগড় বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা জব্দ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ এবং ১শ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বলে খবর পাওয়া গেছে।
২রা এপ্রিল দিবাগত রাত আনুমানিক পোনে ১টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার লেবু বাগান এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি।
সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল রাত পোনে ১টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার লেবু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ এবং ১শ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ হাজার ৫শত টাকা।
অভিযান ও মাদক জব্দ করার বিষয়টি নিশ্চিত করে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধিনস্ত অঞ্চরৈ অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।