খাগড়াছড়িতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত পূর্ব সিকদারখিল ও খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মর্টারটিলা এলাকা হতে ৪২ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (৩রা এপ্রিল) পৃথক ভাবে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মাদক উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সূত্র জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমনিক ১১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে একটি টহলদল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত পূর্ব সিকদারখিল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এর আগে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এছাড়া প্রায় একই সময়ে, লাচারীপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ তছরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মর্টারটিলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অভিযান ও মাদক জব্দ করার বিষয়টি নিশ্চিত করে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ ভূজপুর ও রামগড় থানায় সাধারণ ডায়েরি করে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধিনস্ত অঞ্চরৈ অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।