খাগড়াছড়ির রামগড় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত মেইন পিলার ২২১০ ও খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া এলাকা হতে ৭০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে পৃথক ভাবে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মাদক উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমনিক ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আঁধারমানিক বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহেবুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত মেইন পিলার ২২১০ এর নিকট হতে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা এবং লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহলদল খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকাসহ সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। এর আগে, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযান ও মাদক জব্দ করার বিষয়টি নিশ্চিত করে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্য নিকটস্থ ভূজপুর ও রামগড় থানায় সাধারণ ডায়েরি করে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধিনস্ত অঞ্চরৈ অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।