রাঙামাটির কাপ্তাই বিজিবি কর্তৃক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ স্থানীয় ৫২ টি দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও তৈলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী গ্রহণকারী সকল পাহাড়ী ও বাঙ্গালী পরিবারগুলো তাদের পক্ষ থেকে অধিনায়ককে আন্তরিক কৃতজ্ঞতা জানান। ইতিপূর্বে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) গত ২২ মার্চ ২৬ জন নানা শ্রেনী পেশার মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছিল।
উল্লেখ্য, কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা রকম আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে স্থানীয় জনসাধারনের আস্থা ও ভালবাসা অর্জন করেছে।
