অন্য দেশে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের অজুহাত মানবাধিকার: চীন - Southeast Asia Journal

অন্য দেশে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের অজুহাত মানবাধিকার: চীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নিজ দেশের মানবাধিকার ইস্যুগুলো উপেক্ষা করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। চীনা মিডিয়া গ্রুপ সিএমজির এক প্রতিবেদনে উঠে এসেছে এই পর্যবেক্ষণ।

এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এ চর্চা করে আসছে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে চীনা মিডিয়া গ্রুপ সিএমজি। প্রতিবেদনে বলা হয়, নিজ দেশের মানবাধিকার ইস্যুগুলো উপেক্ষা করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে ২০২১ সালের মানবাধিকার ইস্যু নিয়ে প্রতিবেদনে বিভিন্ন দেশের দিকে আঙুল তোলা হলেও অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়নি।

এছাড়াও উল্লেখ করা হয় মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ীই চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আড়াইশর বেশি লোক।

এদিকে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে এ বছর ১০ হাজারের বেশি লোকের প্রাণ গেছে উঠে এসেছে গণমাধ্যমে। অভ্যন্তরীণ এসব পরিস্থিতির কথা মানবাধিকার ইস্যুতে উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র।

এশীয় আমেরিকানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে শুক্রবার আরো একটি প্রতিবেদন প্রকাশ করে সিএমজি। এতে বলা হয়, এশীয় আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ যুক্তরাষ্ট্রে একটি পদ্ধতিগত জাতীয় ট্র্যাজেডি। যার মূল কারণ, দেশটির জাতিগত কাঠামোতে শ্বেতাঙ্গ আধিপত্য।