রাঙামাটির নানিয়ারচরে সেনা অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে অভিযান পরিচালনা করে ৪৩০ পিস ইয়াবাসহ ২ জন ব্যবসায়ী ও পরে তাদের দেয়া তথ্যমতে মাদক দ্রব্যের মুল যোগানদাতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
রাঙ্গামাটির নানিয়ারচর জোনের আওতাধীন খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের অঅটক করা হয়।
সূত্র জানায়, নানিয়ারচর জোনের আওতাধীন খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প নামক এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে আগমন করবে এমন তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে নানিয়ারচর জোন কর্তৃক একটি বিশেষ টহল দল উক্ত স্থানে ফাঁদ পাতে এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে মাদকদ্রব্য সরবরাহের সময় মোঃ সুমন (৩২) ও জতন খীসা (২৬) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে ৪৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক আটককৃত সন্ত্রাসীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্য মতে মাদক দ্রব্যের মুল যোগানদাতা মোঃ আব্দুর রহিম (৩৮)কে নানিয়ারচর বাজার এলাকা হতে আটক করা হয়।
আটককৃত সুমন নানিয়ারচর সদরের হাসপাতাল এলাকার বাসিন্দা এবং জতন খীসা কাউন্সিল পাড়ার বাসিন্দা। এছাড়া অপর আটককৃত আব্দুর রহিম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার জাফরাবাদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, আটককৃত সন্ত্রাসীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সেনাবাহিনী জানায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।