মারিউপোলে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের
 
                 
নিউজ ডেস্ক
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘অবিলম্বে’ সেখানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিশ্ব সংস্থাটির ইউক্রেন সংকট বিষয়ক সমন্বয়ক আমিন আওয়াদ এই আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে জতিসংঘের এই কর্মকর্তা বলেন, মারিউপোলে বৃদ্ধ, নারী-শিশুসহ হাজার হাজার মানুষের জীবনে বিপদে। জীবন রক্ষার্থে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। যত দেরি হবে জীবন তত ঝুঁকির মধ্যে থাকবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদেরকে অবশ্যই নিরাপদে সরে যেতে অনুমতি দেওয়া উচিত। আগামীকাল খুব দেরি হয়ে যাবে।
মারিউপোল থেকে নাগরিকদের সরাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসও আহ্বান জানিয়েছে। এই সংগঠনটি যুদ্ধরত ইউক্রেনের নাগরিকদের নিরাপদ জায়গায় প্রত্যাবর্তনে সহায়তা করছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় বেসামরিক নাগরিসকসহ কয়েকশ ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ হয়ে আছেন।
