প্রতিরক্ষায় রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা চায় না যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র চায় না প্রতিরক্ষা চাহিদা পূরণে রাশিয়ার ওপর নির্ভরশীল হোক ভারত। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সরাসরি এ কথা বলেছেন। বলেছেন, এ বিষয়ে আমরা সততা ছাড়া অন্য কিছু অবলম্বন করছি না। একই সঙ্গে তাদেরকে এতে অর্থাৎ রাশিয়ার ওপর নির্ভরতায় অনুসৎসাহিত করছি। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন রাখেন জন কিরবিকে। জবাবে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ওই কথা বলেন। তিনি আরও বলেন, ভারত এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলেছে যে, প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণে রাশিয়ার ওপর নির্ভর করুক তারা- এটা আমরা চাই না। একই সময়ে ভারতের সঙ্গে আমাদের যে প্রতিরক্ষা বিষয়ক অংশীদারিত্ব আছে তার মূল্যায়ন করি।
এক সপ্তাহ আগে আমাদের কাছে তথ্যপ্রমাণ ছিল যে, সেই লক্ষ্যে আমরা সম্পর্ককে এগিয়ে নিতে যাচ্ছি। এটা চলমান থাকবে। কারণ এ বিষয়টি গুরুত্বপূর্ণ। জন কিরবি বলেন, এ অঞ্চলে নিরাপত্তা দিয়ে থাকে ভারত এবং তার মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এর আগে ভারতকে রাশিয়ার সঙ্গে দহরম মহরম সম্পর্কের বিরুদ্ধে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শীর্ষ নিষেধাজ্ঞা বিষয়ক কৌশলী দালিপ সিং সম্প্রতি দিল্লি সফর করেন। এ সময় স্থানীয় মিডিয়া তার বক্তব্যকে উদ্ধৃত করে। বলে, যদি আরেকটি সংঘর্ষ হয়, তবে রাশিয়ার ওপর ভারতের নির্ভর করা উচিত হবে না। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর এ বিষয়ে ওয়াশিংটনের যেসব মিত্র দেশ নড়বড়ে প্রতিক্রিয়া দিয়েছে, তার মধ্যে ভারত থাকলেও তারা ব্যতিক্রম বলে গত মাসে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বাণিজ্য সুবিধার জন্য রাশিয়া ও ভারত রুপি-রুবেল মেকানিজমে কাজ করছে। এর মধ্য দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার যেসব ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাতে এই পদ্ধতি কাজ করছে। ইকোনমিক টাইমসের খবর গত মাস থেকে ভারতের কাছে রাশিয়ার পাওনা ছিল ১৩০ কোটি ডলার। সেই অর্থ ক্লিয়ার করতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছে রাশিয়া।