খাগড়াছড়িতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে দুই শতাধিক অসহায় মানুষকে ঈদ সহায়তা দিয়েছে ৪০ বিজিবির পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে দিকে খেদাছড়া ব্যাটালিয়ন হেলিপ্যাডে ঈদ সহায়তা তুলে দেন পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করে।
মানবিক সহায়তা বিতরণের সময় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খসরু রায়হান, সহকারী পরিচালক দেলোয়ার হোসাইন ও ভারপ্রাপ্ত সুবেদার মেজর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
ঈদ সহায়তা হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, গুঁড়া দুধ, সেমাই, লবণ এবং ভোজ্যতৈল দেওয়া হয়।
পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন বলেন, সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচেষ্টা। আমরা চাই যারা এক মাস সিয়াম সাধনা করেছেন তাদের ঘরে ঈদের আনন্দ থাকুক। আর যারা অন্য সম্প্রদায়ের তাদেরও কয়েকটা দিন ভালো কাটবে।