বিএসএফের আইজির বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু পরিদর্শন
![]()
নিউজ ডেস্ক
ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শন করেছেন বিএসএফ এর আইজি সুমিত শারণ। মৈত্রী সফর সফরকালে বিএসএফের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মৈত্রী সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের জন্য অন্যান্য পরিকাঠামো এখনো সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয়নি৷ ইতিমধ্যে এসব পরিমাণ কাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা দায়িত্ব রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ নির্মাণকাজে যাতে কোনো ধরনের ব্যাঘাত ঘটতে না পারে সেজন্য বিএসএফ তৎপরতা অব্যাহত রেখেছে৷ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বিএসএফের আইজির এই সফর বলে জানা গেছে।
বিএসএফ এর আইজি এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেও ইঙ্গিত মিলেছে। যতদূর জানা গেছে বিভিন্ন পরিকাঠামোর কাজ যত শীঘ্রই সম্পন্ন হবে ততই দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রয়াস থাকবে৷ দু’দেশের মধ্যে যাতায়াত যাতে শীঘ্রই শুরু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখতে বিএসএফের আইজির এই সফর বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মৈত্রী সেতু নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হলে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুনিপুণ হওয়ার পাশাপাশি উভয় দেশের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক আরো উন্নত হবে৷