ত্রিপুরায় শপথ নিলেন মন্ত্রিসভার ১১ জন সদস্য
 
                 
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছে। সোমবার মন্ত্রিসভার ১১ জন সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন আইপিএফটির মেবার কুমার জমাতিয়া। বদলে স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটির বিধায়ক প্রেম কুমার রিয়াং। উপ মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন জিষ্ণু দেববর্মা।
নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা তিনটি ভাষায় শপথ নিয়েছেন। রামপদ জমাতিয়া হিন্দিতে, সুশান্ত চৌধুরী ইংরেজিতে এবং বাকিরা সকলেই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন।
রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা: মানিক সাহা। সেদিনই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, শেষ মুহুর্তে শুধু মুখ্যমন্ত্রী শপথ নেবেন স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য অতিথিশালায় নতুন মন্ত্রিসভা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ-বিষয়ে বৈঠকও হয়েছে। বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন। নতুন ও পুরাতন মিলিয়ে নয়া মন্ত্রিসভা গঠিত হবে সেই আভাসও তিনি দিয়েছিলেন।
সে মোতাবেক রোববারই তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য জিষ্ণু দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতন লাল নাথ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব রায়, সান্তনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবার কুমার জমাতিয়া। বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াং। তাতে বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুই জন।
সোমবারদুপুর বারটায় রাজভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এক এক করে ১১ জনের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রাজ্যপালকে সাথে ত্রিপুরার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য ছবি তুলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
