সামরিক আইনের মেয়াদ বাড়ালো ইউক্রেন - Southeast Asia Journal

সামরিক আইনের মেয়াদ বাড়ালো ইউক্রেন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রুশ আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে জারি করা সামরিক আইনের মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামরিক আইন অনুযায়ী, সামরিক বাহিনীর হাতে অধিকতর ক্ষমতা দেওয়া হয়। এর আওতায় নাগরিকদের স্বাধীনতা কিছুটা সীমিত করা হয়। এছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম পুরুষদের ইউক্রেন ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নাগরিকদের রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের আহ্বান জানানো হয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আগামী কয়েক বছর রাশিয়ার সশস্ত্র বাহিনী নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না। শনিবার দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে প্রচারিত ভাষণে এমন দাবি করেন তিনি।