রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে উত্তোলনকৃত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে উত্তোলনকৃত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে উত্তোলন করা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানে এসব জব্দ করা হয়।

বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ট্রাক টার্মিনাল ও তার সংলগ্ন কাপ্তাই হ্রদে জেগে উঠা চরে অবৈধভাবে উত্তোলন করে রাখা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের জন্য প্রক্রিয়াধীন আছে। বিক্রয়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় কোতয়ালী থানার এসআই মোঃ কবির, উপজেলা নির্বাহী অফিসারের সিএ সুজন কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।