সীতাকুন্ডে নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের পড়াশুনার দায়িত্ব নিল সেনাবাহিনী - Southeast Asia Journal

সীতাকুন্ডে নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের পড়াশুনার দায়িত্ব নিল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত রোববার দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার লিডার নিপন চাকমার মেয়ে ও রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রি উন্নতি চাকমার স্কুল জীবনের সকল ব্যয়ভার বহন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।

দুপুরে (৯ জুন) রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে উন্নতির চাকমা ও তার মায়ের হাতে পড়াশুনার ব্যয়ভার বহন করা সংক্রান্ত অঙ্গীকার পত্র তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

অঙ্গীকার পত্র প্রদানকালে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর আরিফ, নিহত নিপন চাকমার স্ত্রী সুমনা দেওয়ান, লেকার্স স্কুল ও কলেজের সহকারী শিক্ষক লিটন দেবসহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর আরিফ বলেন, উন্নতির এসএসসি পাস করা পর্যন্ত লেকার্সে কোন ফি দিতে হবে না। ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত উন্নতি বিনা বেতনে পড়াশুনা করবে।

প্রসঙ্গত, সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহত ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে দুজন রাঙামাটির সন্তান। একজন লিডার নিপন চাকমা অন্যজন লিডার মিঠু দেওয়ান। নিপন চাকমার বাড়ি রাঙামাটি শহরের কলেজ গেট মন্ত্রী পাড়ায় ও মিঠু দেওয়ানের বাড়ি শহরের পশ্চিম ট্রাইবেল আদামে। নিপনের দুই মেয়ের মধ্যে উন্নতি ৬ষ্ঠ শ্রেণীতে এবং হিমি চাকমা স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছে। মিঠু দেওয়ানের এক মেয়ে মহিনী দেওয়ান বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে।