উখিয়ায় মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

উখিয়ায় মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উখিয়ার মাদক কারবারী ও বিজিবির মধ্যে গোলাগুলির পর মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত ১১ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদি হোসাইন কবির।

তিনি জানান, উখিয়ার পালংখালী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কাষ্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জানমাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা কাঁটাতার অতিক্রম করে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।