“সন্তু তোমার খুনের রাজনীতি বন্ধ কর”
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমার প্রতি অবিলম্বে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাবাসী।
রবিবার (২৪ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির বাবুছড়া শাখার সম্পাদিকা ঊষা রানী চাকমা ও যুব সমাজের প্রতিনিধি সুভাষ চাকমা।

মানববদ্ধনে বক্তারা বলেন, ‘আমরা সবাই শান্তিতে থাকতে চাই। সেজন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকতে চাই। তারা অচিরেই সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনের জন্য সন্তু লারমা তথা জেএসএস’র প্রতি আহ্বান জানায়।’
একই দাবিতে বাঘাইছিড়ি ও সাজেকে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত নারী সমাজ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে লিখিত বক্তব্যে বক্তারা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাথে হওয়া সমঝোতার শর্ত ও সংঘাত বন্ধের প্রতিশ্রুতি লঙ্ঘন করে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ১১ জুন থেকে নতুন করে ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা ও পর পর দুই ইউপিডিএফ সদস্যকে খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, ‘সন্তু লারমা আঞ্চলিক পরিষদে তার গদি রক্ষার জন্য সংঘাত শুরু করেছে। সে গদি রক্ষার জন্য নিজ দলের কর্মীদর বলি দিচ্ছে, নিরীহ জনগণকে বলি দিচ্ছে। এক কথায় সে অন্যের জীবন ও রক্ত দিয়ে তার গদি ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। সন্তু লারমার কারণে আজ সমগ্র জাতি ও জনগণ বিভক্ত হয়ে রয়েছে, ঐক্যবদ্ধ হতে পারছে না।’
